উত্তর 24 পরগণা – বারাসত-হাসনাবাদ রেল শাখায় মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। ২৫ বছর বয়সী তৌফিক নামের এক যুবক চলন্ত ট্রেনে মোবাইল ফোন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তৌফিক কলকাতায় দিন মজুরের কাজ করতেন। মঙ্গলবার সকালে হাড়োয়া রোড থেকে ডাউন ট্রেনে চড়ে তিনি কাজে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন।
ঘটনার সময় তিনি ট্রেনের গেটে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। আচমকা চলন্ত ট্রেনে হাড়োয়া-ভাসিলা রোডের মধ্যে ফাঁকা জায়গায় পড়ে যায় মোবাইল ফোনটি। সেটি বাঁচাতে গিয়ে তৌফিক নিজেই ট্রেন থেকে ঝাঁপ দেন। পরে তিনি ট্রেনের পাশে থাকা পাথরে আঘাত পান এবং শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন, পরে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।




















