রাজ্য – নবান্নে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটমুখী বাংলায় শান্তি বজায় রাখার বার্তা দিলেন। এদিন তিনি ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্মিত সিরিটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন করেন। একই সঙ্গে নির্বাচনের আগে অশান্তি পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সতর্ক করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, ”কেউ কেউ ভোটের আগে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তবে আমাদের দায়িত্ব ৩৬৫ দিন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা।” তিনি সতর্ক করে বলেন, রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়ানো হলে তা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। “আমরা চাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক,” বলেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার বিষয়েও সরব হন। বাংলায় প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করেন, কিন্তু বাইরে যখন আমাদের শ্রমিক কাজ করতে যান, তখন তাদের উপর অত্যাচার করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানান এবং তাঁদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করার কথাও উল্লেখ করেন।
রাজ্যের ভোটের আগে শান্তি বজায় রাখা, অশান্তির প্ররোচনা রোধ এবং শ্রমিকদের সুরক্ষা—এই তিনটি বার্তাই এদিনের নবান্ন সভা থেকে উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে।




















