উত্তর 24 পরগণা – বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন টলিপাড়ার নায়িকা মিমি চক্রবর্তী। স্থানীয় নয়া গোপাল গুঞ্জ যুবক সংঘ ক্লাব থেকে আমন্ত্রণ পেয়েছিলেন মিমি। তিনি গান শুরু করলে হঠাৎ স্টেজে উঠে পড়েন তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি এবং পারফর্ম্যান্স থামিয়ে দর্শকদের সামনে মিমিকে স্টেজ থেকে নামিয়ে দেন। নায়িকা অভিযোগ করেছেন, এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।
মিমির সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ, তিনি বহু অনুরাগীর সামনে অপমানিত হয়েছেন। মাইক্রোফোনে তাঁকে অপমান করার পাশাপাশি দর্শকদের সামনেই তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে। হতবাক হয়ে মিমি মঞ্চ ছাড়েন এবং স্থানীয় থানার আইসিকে ফোন করেন। পুলিশ সূত্রে জানা যায়, ই-মেল মারফত বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মিমি আইনি পদক্ষেপও নেবেন এবং আইনজীবী মানহানির নোটিস পাঠাবেন।
অন্যদিকে আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান ১ ঘণ্টা দেরিতে শুরু হওয়ায় মিমিকে স্টেজ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ক্লাব পক্ষ থেকে নায়িকার কাছে ক্ষমাও চাওয়া হয়েছে। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরে শিল্পী লগ্নজিতা চক্রবর্তী এবং স্নিগ্ধজিৎও একইরকম হেনস্থার শিকার হয়েছেন।




















