আর্য্য সমিতি এবং হিন্দু সভ্য সমাজের ব্যবস্থাপনায় রাম নবমী উপলক্ষ্যে শোভাযাত্রা

আর্য্য সমিতি এবং হিন্দু সভ্য সমাজের ব্যবস্থাপনায় রাম নবমী উপলক্ষ্যে শোভাযাত্রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি , ১৪ই এপ্রিল : শিলিগুড়ির আর্য্য সমিতি এবং হিন্দু সভ্য সমাজের ব্যবস্থাপনায় রাম নবমী উপলক্ষ্যে রবিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন দুপুরে শিলিগুড়ির ঢাকনিকাটা এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু করে চম্পাসারি মোড় প্রধান নগর হয়ে শিলিগুড়ির মূল পথ পরিক্রমা করে। এই শোভাযাত্রায় কয়েক হাজার ভক্তরা ভিড় উপস্থিত ছিল। একই সঙ্গে এদিন রামনবমী উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে রাম ভক্তরা শোভাযাত্রা বার করে । রবিবার এই রামনবমী কে কেন্দ্র করে কয়েক লাখ মানুষ শহরে বিভিন্ন শোভাযাত্রায় পা মেলায়।

 

অন্যদিকে আজ শিলিগুড়ি পুরনিগমের তৃণমূল কাউন্সিলর নান্টু পালের উদ্যোগে রামনবমী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়ির মাল্লাগুরির হনুমান মন্দিরের সামনে থেকে মিছিলটি শুরু করে শিলিগুড়ি হিলকার্ট রোড হয়ে শহরের মূল পথ পরিক্রম করে। এই মিছিলে উপস্থিত ছিল কয়েকশ রাম ভক্ত মানুষ। মিছিলে পা মেলান তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি তথা মন্ত্রী গৌতম দেব সহ তৃণমূলের একাধিক জেলা নেতৃত্ব ও কর্মীবৃন্দ। তবে এ দিনের তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের রাম কে নিয়ে মিছিল করাকে কেন্দ্র করে দিনভর শহর জুড়ে ছিল যানজট সকাল থেকেই শহরের প্রধান সমস্ত রাস্তা ছিল স্তব্ধ। রামনবমী কেন্দ্র করে যাতে বড় ধরনের কোনো গন্ডগোলের সৃষ্টি না হয় সেজন্য শহরের প্রধান সড়কের প্রতিটি মোড়ে মোড়ে ছিল পুলিশের উচ্চপদস্থ কর্তা ও পুলিশ বাহিনী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top