নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪ পরগনা , ১৪ই এপ্রিল : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বকুলতলা থানার মায়াহাউরি অঞ্চলের পদুয়া গ্রামে ।
বকুলতলা :-
দু বছর আগে পদুয়ার বাসীন্দা দুরন্ত নস্কর ভাঙর চণ্দণেশ্বরের বাসীন্দা লক্ষী নস্করের সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে করে । অভিযোগ বিয়ের পর থেকে পনের টাকার জন্য তাকে মানষিক ও শারীরিক অত্যাচার চালাতো স্বামী ও শ্বশুর বাড়ীর লোকেরা । গতকাল হটাৎই লক্ষীর বাপের বাড়ী খবর দেওয়া হয় যে লক্ষী আত্মহত্যা করেছে । এই ঘটনায় লক্ষীর মা বকুলতলা থানায় জামাই এর বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং মৃতার স্বামীকে গ্রেফতার করে । যদিও ধৃত দুরন্ত র অভিযোগ , গতকাল সন্ধ্যায় পাড়ার গাজন গান চলাকালীন লক্ষিকে অন্য ছেলের সাথে গল্প করতে দেখে মারধর করে এবং সেই অভিমানে লক্ষী আত্মহত্যা করে । তবে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ ।
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram