নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি,১৮ ই এপ্রিল : নির্বাচনের আগে রাজগঞ্জে নাকা চেকিং এর সময় উদ্ধার ১৫ লক্ষ টাকা।আটক ময়নাগুড়ি ঝাঝাঙ্গী এলাকার ডুয়ার্স কোল্ড স্টোরেজএর মালিক।মালিকের নাম দুর্গা সেন । তার বাড়িও ময়নাগুড়ি চুড়াভান্ডারে।
পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, আজ রাজগঞ্জে নাকা চেকিং এর সময় একটি ছোট গাড়িতে দুর্গা সেনের কাছ থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার হয়।কিন্তু টাকার কোন কাগজ তিনি দেখাতে পারেনি নি।ভোটের আগে টাকা নিয়ে যাওয়ার পেছনে ভোটের জন্য বিলি করা হত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।তিনি কবে টাকা তুলেছেন।কিসের জন্য এত টাকা তুললেন দুর্গা সেন সঠিক উত্তর দিতে পারেন নি।তাই তাকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।দুর্গা সেন ও তার পার্টনার মিঠুন সরকার বলেন এটা হিমঘরের লেবার পেমেন্টের জন্য টাকা তোলা হয়েছিল।শিলিগুড়ির ব্যঙ্ক টাকা তোলা হয়েছিল।সব কাগজ আমাদের কাছে আছে।