নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ ,১৮ ই এপ্রিল : রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুরের পাটাগড়ায় সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ির উপর হামলার ঘটনা নিয়ে সরাসরি তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে সেলিমের ভাই মহম্মদ জানু জানিয়েছেন, প্রার্থী মহম্মদ সেলিম ইসলামপুরের পাটাগড়া বুথে ভোটগ্রহন কেমন চলছে দেখতে যান সেসময় তিনি দেখেন বুথ থেকে বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে তৃনমূল কংগ্রেস। সেলিম বাধা দিতে গেলে বুথ জ্যাম করে ফেলে তৃনমুল কংগ্রেস। অভিযোগ সেইসময় সেলিমের সাথে যারা ছিলেন তাদের ধাওয়া দেয় এবং সেলিম সাহেবের গাড়ি ভাঙচুর করে। যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে তৃনমূল বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি পালটা অভিযোগ করেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমই ওই বুথে গিয়ে সমস্ত পোলিং এজেন্টদের বের করে দিয়ে নিজেই বুথ দখল করতে গিয়েছিলেন।
বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ির উপর হামলার অভিযোগ তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে
বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ির উপর হামলার অভিযোগ তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram