বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভাড়া বাড়িতে সিআইডি’র আধিকারিকরা

বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভাড়া বাড়িতে সিআইডি’র আধিকারিকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদনীপুর,১৯ শে এপ্রিল :পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভাড়া বাড়িতে সিআইডি’র আধিকারিকরা জেরা করতে ঢুকলেন।নির্বাচন পরিচালনা করার জন্য ভারতী ঘোষ বর্তমানে দাসপুর থানার কলমিজোড় চককৃষ্ণবাটি গ্রামের রাজকুমার মণ্ডলের বাড়িতে কয়েক সপ্তাহ ধরে রয়েছেন।সেখানেই সিআইডি’র আধিকারিকরা এদিন সাতসকালে হাজির হন।প্রসঙ্গত,ভারতী ঘোষের বিরুদ্ধে দাসপুর সোনা প্রতারণা মামলা সহ মোট চারটি মামলা রয়েছে বর্তমানে।সাম্প্রতিক সময়ে ভারতী ঘোষ মামলায় তাকে জেরা করতে পারে সিআইডি এবং সিআইডি জেরার জন্য ভারতীকে সবরকম সহায়তা করার নির্দেশ দেয় সুপ্রীম কোর্ট।কিন্তু সুপ্রীম কোর্ট এও জানায় এখনই তাকে গ্রেফতার করা যাবে না।সেই মতই সিআইডি নোটিশ পাঠিয়ে ১৮ তারিখ ভবানী ভবনে দেখা করতে বলেন ভারতী ঘোষকে।যদিও মনোনয়ন জমা দেওয়ার কারনে হাজিরা এড়িয়ে যান ভারতী ঘোষ।আজ সকালে সিআইডির প্রায় ১০ থেকে ১৫ সদস্যের একটি দল দাসপুরের ভাড়া বাড়িতে জেরার করতে আসে ভারতীকে।সে সময় বাড়িতেই ছিলেন ভারতী দেবী।সিআইডির আধিকারিকরা বাড়ির উঠানে কিছুক্ষণ অপেক্ষার পর বাড়ির ভিতরে প্রবেশ করেন।সূত্রের খবর,বর্তমানে জেলার প্রাক্তন দুঁদে আইপিএস এবারের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিআইডি।সকাল সকাল এদিন দাসপুর এলাকায় পদযাত্রা সহ প্রচার করার কথা থাকলেও সিআইডির দল তার আগেই বাড়িতে পৌঁছে যাওয়ায় বন্ধ স্থগিত করা হয় প্রচারকাজ।জেরা প্রসঙ্গে ভারতীদেবী আগেই অভিযোগ করেছেন তাকে দমিয়ে রাখার জন্যই সিআইডিকে ব্যবহার করছে রাজ্যসরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top