তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে হুমকির সুরে বার্তা দিলীপ ঘোষের, দেখুন ভিডিও

তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে হুমকির সুরে বার্তা দিলীপ ঘোষের, দেখুন ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম , ২১ শে এপ্রিল :ভোট লুট করতে আসার আগে পিঠে সরষের তেল লাগিয়ে রাখুন ও ছয় মাসের জন্য হাসপাতালের বেড বুকিং করুন, তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে হুমকি সুরে বার্তা দিলীপ ঘোষের।

বীরভূমের দুবরাজপুরে একটি জনসভা থেকে তৃণমূল কংগ্রেস কে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ, তিনি বললেন।

মনে রাখবেন এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা পার্লামেন্টের নির্বাচন। কোন দিদির পুলিশকে আমরা বুথের কাছে যেতে দেবোনা। দিল্লি থেকে দাদার পুলিশ দিয়ে ভোট হবে। গ্রামের লোকদের বলে দিন ভয়ের কোন কারণ নেই, দাদার পুলিশও থাকবে আর বিজেপি লোকো থাকবে।

সুর চরিয়ে তিনি আরো বলেন “যদি কেউ ভোট লুট করতে আসে তাহলে তাদের বলে দিয়েন পিঠে যেন শর্ষের তেল লাগিয়ে আসে। মোটা মোটা বাঁশেরলাঠি কেটে রেখেছি আমরা, পিঠে পড়লে হাসপাতাল যেতে হবে, ছয় মাসের জন্য হাসপাতালের বেড যেন বুক করে আসে। এছাড়া তিনি বলেন কোন ভোট লুট হতে দেবো না। বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনবো, আপনারা উত্তরবঙ্গে দেখেছেন, কোচবিহারে আপনারা দেখেছেন আমাদের কর্মীরা ওদের এমন তারা করেছে তারা ভয় পেয়ে পালাচ্ছে। একদিকে চপ্পল একদিকে লুঙ্গি ধরে দৌড়াচ্ছে। কোন ভয়ের কারণ নেই সকলে নির্ভয়ে ভোট দিতে আসুন। কোনো গুন্ডারা যদি আমাদের কর্মীর গায়ে, মহিলার গায়ে হাত দেয় তাহলে বুক চিতিয়ে দাঁড়ান। তারপর কার কত দম আছে আমরা দেখে নেবো। এর পাশাপাশি বিধানসভা ভোটের উদ্দেশ্যে তিনি বলেন 2019 এ মোদী প্রধানমন্ত্রী হবে, আর 2021 এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে।

পাশাপাশি বীরভূম লোকসভা তৃণমূল প্রার্থী ও দুবারের সাংসদ শতাব্দী রায়কে কটাক্ষ করে তিনি বলেন সোনো পাউডার মাখা কাউকে ভোট দেবেন না। রোদের ভয়ে এসি গাড়ি থেকে বের হয়না।দুধ কুমার মন্ডলকে দেখুন গড়াপেটা ফিট ছেলে।

প্রসঙ্গত এদিন বীরভূমে দুটি সভা ও রোড শো করার কথা রয়েছে দিলীপ ঘোষের। প্রথমটি বীরভূমের দুবরাজপুর শহরে, দুবরাজপুরে বক্তব্য রাখার পর বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top