নিজস্ব সংবাদদাতা,আসানসোল , ২২ শে এপ্রিল :দিদির উন্নয়নের কথা না বলে প্রার্থীর মায়ের নামে কেন ভোট চাওয়া হচ্ছে ?প্রশ্ন ছুড়ে দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আজ পাণ্ডবেশ্বর এলাকায় নির্বাচনী প্রচারে এসেছিলেন বাবুল সুপ্রিয় ।তিনি জানান এতই যদি উন্নয়ন করেছিলেন তাহলে বাঁকুড়া থেকে কেন মুনমুন সেন কে প্রার্থী করা হলনা। তাছাড়াও মুখ্যমন্ত্রী দাবি করেন যে পশ্চিমবাংলায় তৃণমূল আমলে উন্নয়ন হয়েছে ।তাহলে মুনমুন সেনের প্রচারে প্রয়াত সুচিত্রা সেনের ছবি এবং সুচিত্রা সেনের নাম নিয়ে কেন ভোট চাইতে হচ্ছে ।উন্নয়নের কথা বলেই তো ভোট চাইতে পারত ।প্রসঙ্গত গতকাল জামুরিয়া তে তৃণমূলের এক নির্বাচনী সভায় মন্ত্রী অরূপ বিশ্বাস বাবুল সুপ্রিয় নাম না করেই “ছোটা চৌকিদার চোর হে তুম ।তো ঠের পরদেশী” বলে কটাক্ষ করেছিলেন তার জবাবে বাবুল সুপ্রিয় জানান তৃণমূল দলটা নর্দমার দল। ওরা নর্দমায় থাকতে ভালোবাসে ।কিন্তু তার নিজের একটা স্ট্যাটাস আছে ।তাই তিনি নর্দমা যেতে পারবেন না। মুখ্যমন্ত্রী কে খুশি করার জন্য তৃণমূলের সমস্ত নেতা কু কথা বলার প্রতিযোগিতা শুরু করেছেন ।
দিদির উন্নয়নের কথা না বলে প্রার্থীর মায়ের নামে কেন ভোট চাওয়া হচ্ছে ? প্রশ্ন বাবুল সুপ্রিয়ের
দিদির উন্নয়নের কথা না বলে প্রার্থীর মায়ের নামে কেন ভোট চাওয়া হচ্ছে ? প্রশ্ন বাবুল সুপ্রিয়ের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram