বেলুড়ের দুপক্ষের গন্ডগোল চললো গুলি , ইট বৃষ্টিতে আহত দুই

বেলুড়ের দুপক্ষের গন্ডগোল চললো গুলি , ইট বৃষ্টিতে আহত দুই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,হাওড়া, ২২ শে এপ্রিল :বেলুড়ের দুপক্ষের গন্ডগোল চললো গুলি । ইট বৃষ্টিতে আহত হয় দুই ।
রাস্তায় আচমকা গাড়ি থামিয়ে যাত্রী তোলাকে কেন্দ্র করে টোটো ও পুলকারের গন্ডগোল । হাওড়ার বেলুড় থানার সামনে লাঠি, রড নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ । চলে ইটবৃষ্টিও । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপরেও চড়াও হয় বিক্ষোভকারীরা । এরই মধ্যে চলে এক রাউন্ড গুলি । তবে তাতে কেউ আহত না হলেও , ইটের আঘাতে বেশকয়েক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এলাকায় উত্তেজনা রয়েছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top