নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া , ২৮ শে এপ্রিল : আজ বাঁকুড়া জেলার বড়জোড়া এলাকার একটি গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের যার আনুমানিক বয়স ৬৫ বছর ! আজ সকালেই ওই ব্যক্তি প্রত্যেক দিনের মতোই প্রাতঃকর্ম করতে যান মাঠে! তারপর সেখান থেকে নিজের চাষবাস দেখবার জন্য ধান খেতে যান! হঠাৎই কিছুক্ষণ পরেই আচমকা জঙ্গলের ভেতর থেকে একটি দাঁতাল হাতি বেরিয়ে আসে এবং তাকে প্রথমে দাঁত দিয়ে আক্রমণ করে এবং তারপর পা দিয়ে থেঁতলে মেরে দেয়! তৎক্ষণাৎ সে ব্যক্তির সেখানেই মৃত্যু হয়! পেশায় ব্যক্তিটি চাষী! গ্রামবাসীদের দাবি যে যতক্ষণ পর্যন্ত না গ্রামবাসীদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওনারা ডেড বডি নিয়ে যেতে দেবেন না! ফরেস্ট রেঞ্জার বারবার প্রতিশ্রুতি দিয়ে যান যে হাতির জন্য ফেন্সিং দেওয়া হবে কিন্তু এই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় গ্রামবাসীরা ডেড বডি টি নিয়ে যেতে দেন না! তাদের দাবি বারবার বলা সত্ত্বেও প্রশাসন কোন রকম ভাবে কোনো ব্যবস্থা নিচ্ছেন না!
হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের
হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram