নিজস্ব সংবাদদাতা,ভাঙড় ,৩০ শে এপ্রিল :ভাঙড়ে এক শিশুকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ভাঙড়ের কাশিপুর থানার কাঠালিয়া এলাকার ঘটনা। মৃত কিশোরের নাম সাকিব মোল্লা। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত প্রতিবেশী যুবক শরিফুল মোল্লাকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তারপর চলে গনোধোলায়। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় শরিফুল মোল্লার বাড়ি এবং পরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শরিফুল মোল্লা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সাকিব মোল্লাকে উদ্ধার করে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের দাবি সাকিব মোল্লার বাবা শাহজান মোল্লার কাছে ব্যাগের কাজ করতো অভিযুক্ত শরিফুল মোল্লা। ব্যবসার মন্দা যাওয়ায় শরিফুল মোল্লা কে অন্যত্র কাজ খুঁজে নেওয়ার জন্য বলেছিলো শাজাহান। সেই ঘটনা পর কাজ চলে যায় শরিফুল। কাজ চলে যাওয়ার প্রতিশোধ নিতেই এই খুন বলে দাবি পুলিশের। গতকাল বিকাল থেকে নিখোঁজ ছিল বছর ছয়েকের সাকিব মোল্লা। রাতে বাড়ির পাশে আম বাগানে তার মৃতদেহ উদ্ধার হয়। গলায় ফাঁস এর চিহ্ন দেখে স্থানীয় বাসিন্দারা অনুমান করে তাকে খুন করা হয়েছে। এরপর প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বিকালে সাকিব মোল্লা শরিফুলের সঙ্গেই গিয়েছিল। তার পর থেকেই তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মৃতদেহ উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠ তার পরেই অভিযুক্ত শরিফুল মোল্লা কে ধরে বেধড়ক মারধর করে। এরই পাশাপাশি তার বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের পাঠিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।