নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,৪ ঠা মে :অবচেতন করে দিনদুপুরে প্রায় লক্ষাধিক টাকার ছিনতাই। পলাতক দুই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি প্রধান নগর এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকাল নাগাদ শিলিগুড়ির বাঘাযতীন কলোনির বাসিন্দা কবিতা পাল সব্জি বাজার করতে যায়। প্রধান নগরে সব্জি বাজার করতে গিয়ে দুই অপরিচিত যুবক তাকে গায়ে স্পর্শ করে। মহিলা জানান এরপর অর্ধ অবচেতন করে ওই মহিলার গলার সোনার চেন, ও একটি সোনার আংটি খুলে ওই দুই যুবক তাদের দিতে বলে । যুবকের নির্দেশ মতো মহিলা তার সমস্ত সোনার অলঙ্কার ওই যুবককে খুলে দিয়ে দেয়।
ওই সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায় দুই যুবক।
পরে শরীর দুর্বল লাগায় রাস্তায় সজ্ঞা হারিয়ে পড়ে যায় বৃদ্ধা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে সে চিকিৎসাধীন ছিল। শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে সে প্রধান নগর থানার পুলিশের কাছে ঘটনার বিবরণ জানায়। উক্ত দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মহিলা। পাশাপাশি ঘটনার তদন্তের দাবি জানিয়ে গণতান্ত্রিক মহিলা সমিতির শিলিগুড়ি শাখার পক্ষ থেকে থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয়।
অবচেতন করে দিনদুপুরে প্রায় লক্ষাধিক টাকার ছিনতাই। পলাতক দুই অভিযুক্ত।
অবচেতন করে দিনদুপুরে প্রায় লক্ষাধিক টাকার ছিনতাই। পলাতক দুই অভিযুক্ত।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram