ফণির তান্ডবে ভাঙড়ে কলা চাষির মাথায় হাত

ফণির তান্ডবে ভাঙড়ে কলা চাষির মাথায় হাত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ভাঙড়,৪ ঠা মে :ফণি সাইক্লোনের জেরে ব্যাপক ক্ষতি ভাঙড়ের কৃষিজ ফসলে। সব থেকে বেশী ক্ষতি কলা চাষিদের। ক্ষনিকের ঝড়ে কলা গাছ ভেঙে পরেছে। কলার কাদি সহ গাছ পরে যাওয়ায় মাথায় হাত চাষিদের। ভাঙড়ের ছেলেগোয়ালিয়া, মাঝেরহাট, কাশিপুর, লাঙলবেকী গ্রামে কয়েক হাজার পরিবার কৃষিকাজের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। অনান্য চাষের সঙ্গে বছরন্তের কলা চাষ অধিকাংশ চাষীর লাভের মুখ দেখায়। আগত রোমজান মাসে সকলেই যখন আশা করে আছে বেশী দামে কলা বিক্রি করে মুনাফা পাবে তখনই ফণির তাণ্ডবে কার্যত কপালে হাত কলা চাষিদের। কলা চাষের এমন ক্ষতির কথা শোনার পর ভাঙড় ২ প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ আব্দুর রহিম মোল্লা বলেন, আমরা বিডিও এডিও কে জানিয়েছি। ক্ষতির পরিমান ঠিক করে ক্ষতি পূরণ দেওয়ার কথা ভাবা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top