তৃণমূল করার অভিযোগে বাড়িতে তান্ডবের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূল করার অভিযোগে বাড়িতে তান্ডবের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,গাইঘাটা ,৬ ই মে :গাইঘাটা চাঁদপাড়া ফুলসরা পঞ্চায়েতের ঘরের মাঠ এলাকার ঘটনা । গতকাল রাত ১১ টায় বিজেপির বাইক বাহিনী তৃণমূল কর্মীর বাড়িতে এসে তাণ্ডব চালায় বলে অভিযোগ । তৃণমূল করার অভিযোগে তার বাড়িতে তাণ্ডব চালানো হয় এবং তার বাইককে পুড়িয়ে দেওয়া হয় ও মারধর করা হয় অভিযোগ আক্রান্ত তৃণমূল সমর্থক বছর ৬৫ র মনোতোষ দাস এর । ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় ।আক্রান্ত তৃণমূল সমর্থক মনোতোষ আরো অভিযোগ তার বাড়ির গ্রিল ভাঙ্গা হয়,বাইক ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়, তার স্ত্রী চম্পা দাস কে হেনস্তা করা হয় । ঘটনার অভিযোগের তীর বিজেপির দিকে । মনোতোষ দাস গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে রাতে দুজনকে গ্রেপ্তার করা হয় । কিছুক্ষণ আগে বিজেপির অস্থায়ী বুথ অফিস থেকে ৪ জনকে আটক করা হয় । ঘটনায় যথেষ্ট উত্তেজনা রয়েছে গাইঘাটার 128,129 নম্বর বুথ এলাকায় ।যদিও বিজেপি তরফ থেকে পুরো বিষয়টিকে অস্বীকার করা হয়েছে বলা হচ্ছে তৃণমূলের লোকজন তাদের এক কর্মীর বাড়িতে হামলা করে এবং নিজের বাইক নিজেরা পুড়িয়ে এই অভিযোগ আনছেন তৃণমূল ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top