নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২২ শে মে :ফি বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সারারাত উপাচার্যকে ঘেরাও করে রাখলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আজ সকালেও পরিস্থিতির নড়চড় হয়নি কোনও। এখনও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঘেরাও করে চলছে বিক্ষোভ।
৮ মে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির নোটিস দেয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিযোগ, এ বার ফি বৃদ্ধি হয়েছে মাত্রাতিরিক্ত হারে। বিশ্বভারতী কর্তৃপক্ষ বিদেশি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে এ বার দশ গুণ ফি বৃদ্ধি করেছে। এছাড়া, অন্যান্য পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রেও কয়েক গুণ ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে ১৪ তারিখ আন্দোলনে নামে বিশ্বভারতীর পড়ুয়ারা। ওই দিন থেকেই লাগাতার চলছে ধর্না, আন্দোলন। মঙ্গলবার সেই আন্দোলনই চূড়ান্ত রূপ নেয়। সারারাত ধরে উপাচার্য ও বেশ কয়েকজন আধিকারিককে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা।
বিশ্বভারতীতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে বার্ষিক ফি ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা। স্নাতকোত্তর স্তরে ১৫০০ টাকা বার্ষিক ফি বাড়িয়ে করা হয়েছে ৩০০০ টাকা। এছাড়া সার্কভূক্ত দেশগুলির বিদেশি পড়ুয়াদের ভর্তির ফি করা হয়েছে ৫০০০ টাকা। অন্যান্য বিদেশি পড়ুয়াদের ভর্তি ফি দশ গুণ বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।
পড়ুয়াদের অভিযোগ, মঙ্গলবার তাঁরা ডেপুটেশন জমা দেওয়ার জন্য বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে গেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়। এর পরেই উপাচার্যকে ঘেরাওয়ের সিদ্ধান্ত নেয় ছাত্রছাত্রীরা। ফি কমানো না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে বলেও জানিয়েছেন তাঁরা। পড়ুয়াদের দাবি, যতক্ষণ উপাচার্য নিজে তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে।