নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা, ২৪ শে মে :রাজ্যে তৃনমূলের ভরাডুবি হতেই উৎজীবিত বামেরা। সদ্য লোকসভা নির্বাচনে এরাজ্যে বামেরা প্রায় নিশ্চিহ্ন। তবুও শাসকদলের শক্তি ক্ষয়ে বামেরা উৎজীবিত হয়ে তাদের হারানো পার্টি অফিস পুর্নঃদখল নিল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর ২ নম্বর রেল গেটের কাছে। জানাগেছে রাজ্যে ক্ষমতায় এসে তৃনমূল সিপিএমের যুব অফিসটি দক্ষল করে নেয়। সেখানে নিজেদের জোড়া ঘাসফুলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। দীর্ঘ ৪০ বছরের পার্টি অফিস থেকে সেদিন সিপিএমের দলীয় পতাকা, ফেস্টুন ছিডে ফেলাদেওয়ার পাশাপাশি কয়েকজন সিপিএম কর্মীদের মারধোর করা হয় বলে অভিযোগ। আজ সকেলে তৃনমূলের ফ্লাগ সরিয়ে নিজেদের দলীয় পতাকা লাগিয়ে সেটি আবার পুর্নঃদখল নিল সিপিএম।
তৃনমূলের ভরাডুবি হতেই ফ্লাগ সরিয়ে হারানো পার্টি অফিস পুর্নঃদখল নিল সিপিএম
তৃনমূলের ভরাডুবি হতেই ফ্লাগ সরিয়ে হারানো পার্টি অফিস পুর্নঃদখল নিল সিপিএম
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram