যোগের গুণেই জয়ী নমো, মজার ট্যুইটে নজরকাড়া শিল্পা

যোগের গুণেই জয়ী নমো, মজার ট্যুইটে নজরকাড়া শিল্পা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিপুল ভোটে জয়লাভ করে দ্বিতীয় বার সরকার গঠনের দায়িত্বে নরেন্দ্র মোদীর বিজেপি। বৃহস্পতিবার সকাল থেকেই দেশজুড়ে লোকসভা ভোটের ফলাফল নিয়ে টানটান উত্তেজনা ছিলই। বলিউডের একাধিকাংশের পছন্দের নেতা নরেন্দ্র মোদীর জয়ের ইঙ্গিত সন্ধের মধ্যেই সামনে চলে আসে। যদিও মোদীর জয় নিয়ে বলিউড সেভাবে কোনও মন্তব্য বা শুভেচ্ছা জানায়নি। তবে সন্ধের পর প্রথম মোদীর জয়কে স্বাগত জানিয়ে ট্যুইট করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি।

শিল্পা নিজে বরাবরই যোগাসনে উৎসাহী। সোশ্যাল মিডিয়ায় বা সিডি করে যোগাসন শিখিয়ে থাকেন তিনি। প্রতি বছর যোগ দিবসেও শুভেচ্ছা জানিয়ে যোগ ব্যায়ামের উপকারিতা নিয়ে কথা বলেন অভিনেত্রী। অন্যদিকে, মোদীও যোগাভ্যাসে বিশ্বাসী। প্রতি বছরই দিল্লির রাজপথে যোগ দিবস পালন করেন মোদী। সেই অভ্যেসেই এবার ফের একবার দেশের দায়িত্ব তাঁর হাতে উঠে এসেছে বলে মত শিল্পার।

ট্যুইটে মোদীর জয়কে শুভেচ্ছা জানিয়ে শিল্পা লিখেছেন, ‘দেখেছেন যোগা দিয়েই হয়। একেই বলে ভূমি ভঞ্জন ইলেকশন প্রদর্শন। নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে ষাষ্ঠাঙ্গে প্রণাম।’ হ্যাশট্যাগে রেখেছেন, মোদী সুনামী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top