“গদ্দারের ছেলে” তকমা পেয়ে মুকুল পুত্র বললেন সব দলের দরজাই খোলা আছে

“গদ্দারের ছেলে” তকমা পেয়ে মুকুল পুত্র বললেন সব দলের দরজাই খোলা আছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বারাকপুর, ২৪ শে মে : পাঁচ বছরে ১৬টি আসন বাড়িয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপির এই বাড়বাড়ন্তের পিছনে অন্যতম নায়ক যে মুকুল রায়, তা কার্যত মেনে নিয়েছে রাজনৈতিক মহলের একাংশ। বহু বিধায়ক বিজেপিতে যাবে বলে লাইন দিয়ে আছে, এমন দাবিও বারবার করেছে বিজেপি নেতারা। তবে সেই তালিকায় কি রয়েছে মুকুল পুত্র? সেই জল্পনাই আরও একবার উস্কে দিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু।
ভোটের মাঝে এক সাংবাদিক বৈঠকে শুভ্রাংশুকে নাম না করে ‘গদ্দারের ছেলে’ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীজপুরের আইসি কেন বদল করা হল, তা নিয়ে বলতে গিয়ে মমতা বলেছিলেন, ‘ওখানে গদ্দারের ছেলে আছে।’ নিজের দলের বিধায়ক শুভ্রাংশুকে এই তকমা দিতে দু’বার ভাবেননি মমতা। আর সেই মন্তব্যেই ক্ষুব্ধ শুভ্রাংশু।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top