এক অবিবাহিতা , বয়স্কা মহিলার পচাগলা দেহ উদ্ধার

এক অবিবাহিতা , বয়স্কা মহিলার পচাগলা দেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বারাসাত ,২৬ শে মে :বারাসাতের নবপল্লী এলাকায় এক অবিবাহিতা , বয়স্কা মহিলার পচাগলা দেহ উদ্ধার । মৃতার নাম সুকন্যা সেনগুপ্ত । বয়স ৬২।তিনি বহুতল আবাসনের একটি ফ্ল্যাটে একাই থাকতেন । তিনি অবিবাহিতা ছিলেন শুধু তাই নয় তাঁর দূর সম্পর্কের বোন ছাড়া তিন কূলে কেউ ছিল না । সেই বোনও দূরে থাকতেন । তাঁর প্রতিবেশীরা জানিয়েছেন তাঁকে দশদিন আগে শেষ দেখা গেছিল ।উগ্র ও তীব্র পচা গন্ধ পেলে নিচের তলার প্রতিবেশীরা তাঁর দূর সম্পর্কের আত্মীয় দের খবর দেয় ।পুলিশে খবর গেলে এদিন বারাসাত থানার পুলিশ দরজা ভেঙ্গে তাঁকে উদ্ধার করে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top