‌‌মিমি–নুসরত সংসদের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন, মুখ খুললেন স্বস্তিকা

‌‌মিমি–নুসরত সংসদের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন, মুখ খুললেন স্বস্তিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রথমবার সংসদে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন তৃণমূলের দুই নব নির্বাচিত সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। কিছুক্ষণের মধ্যেই সে ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। যে কারণে নেটিজেনদের আক্রমণের শিকার হতে হয় তাঁদের। কেউ মিমি–নুসরতের পোশাক নিয়ে প্রশ্ন তোলেন, তো কেউ আবার সংসদে দাঁড়িয়ে তাঁদের সেলফি তোলা নিয়ে আক্রমণ করেছেন। তবে এসবেরই মাঝে মিমি ও নুসরতের পাশে দাঁড়ালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা তাঁর দুই অভিনেত্রী সহকর্মীর পাশে দাঁড়িয়ে টুইটারে লেখেন, ‘‌বেশ করেছে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছে। আমরা তো শুতে–বসতে সবসময়ই ছবি তুলি। এটা তাঁদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। মানুষই তাঁদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাঁদের সংসদে যাওয়ার অধিকার রয়েছে। সংসদের নিয়মকানুনে কোথাও লেখা নেই যে জিন্স পরে সেখানে যাওয়া যাবে না। তাই দয়া করে এধরনের অকারণ সমস্যা তৈরি করা বন্ধ করুন।’‌ এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় মিমি ও নুসরতকে নিয়ে যাঁরা সমালোচনা করেছেন, তাঁদের অনেককেই পাল্টা জবাবও দিয়েছেন স্বস্তিকা। তবে শুধু স্বস্তিকাই নন, অনেকেই আবার মিমি–নুসরতকে অকারণ আক্রমণ করারও প্রতিবাদ জানিয়েছেন। ‌‌‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top