তাঁকে নিয়ে কোনও বায়োপিক হচ্ছে না। এই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন স্বয়ং মাধুরী দীক্ষিত। তাঁর কথায়, ‘এটা আমার জানা সবচেয়ে বড় গুজব।’
৩০ বছরেরও বেশি ফিল্মি কেরিয়ার, বলিউডে তাঁর অভিজ্ঞতা নিয়ে বায়োপিক হতে চলেছে ধক ধক গার্লের। এমনই জল্পনা চলছিল। এই নিয়ে তিনি কথাবার্তাও চালাচালি করছেন বলে খবর রটেছিল বিনোদনের জগতে। তবে তাকে সর্বৈব মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী স্বয়ং। তিনি বলেছেন, ‘কোনও বায়োপিক হচ্ছে না। এটা আমার শোনা সবচেয়ে বড় গুজব। এই খবর কোথা থেকে ছড়িয়েছে জানি না। কারণ আমি চাই-ই না কোনও বায়োপিক হোক। আমার জীবনে আরও অনেক কিছু করতে চাই। কাজেই এই গুজবে কান দেবেন না।’
প্রিয়াঙ্কা চোপড়াকে সঙ্গে নিয়ে মাধুরীর জীবন একটি কমেডি সিরিজে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে ৫২ বছরের অভিনেত্রী জানান, ‘টিভি এমন একটা বিষয় যেখানে সময় লাগে। এটা হবে কি না, তাও বলতে পারছি না। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।’
পরবর্তীতে একটি টিভি শো ডান্স দিওয়ানেতে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে।