নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা , ৩১ শে মে: বাড়ির সানশেড ভেঙ্গে এক শ্রমিকের মৃত্যু , আহত এক । উত্তর ২৪ পরগনার বাগদার ডহরপোতা গ্রামের বিধান মজুমদারের বাড়ির সানশেড ভাঙ্গার কাজে গিয়েছিল । ওই গ্রামের বাসিন্দারা স্বরজীত অধিকারী ও তাপস সর্দার l হটাৎ সানশেড ভেঙ্গে চাপা পরে স্বরজীত অধিকারী ৩৪ ও তাপস সর্দার ২৭ l গুরুতর আহত অবস্থায় দুই জনকে বাগদা গ্রমীন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা স্বরজীত অধিকারীকে মৃত বলে ঘোষনা করে ও তাপস সর্দার বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন l স্বরজীত অধিকারীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ । তদন্ত শুরু করছে বাগদা থানার পুলিশ l
বাড়ির সানশেড ভেঙ্গে এক শ্রমিকের মৃত্যু , আহত এক
বাড়ির সানশেড ভেঙ্গে এক শ্রমিকের মৃত্যু , আহত এক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram