বাসন্তীতে অটোর সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ আহত পাচজন

বাসন্তীতে অটোর সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ আহত পাচজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বাসন্তী , ১লা জুন: বাসন্তীতে অটো সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ আহত পাচজন।।
বাসন্তী থানার হেদিয়া মোড়ের কাছে দুটি দ্রুত গতির অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত হয় পাচজন।তাদের মধ্যে তিনজন কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। আহত রা হলেন ইয়াসমিনা গাজী, আজমা সারদার ও শরবানু সরদার।ইয়াসমিনা গাজী অন্তঃসত্ত্বা ও আজমা সরদারের অবস্থা আশংকাজনক। তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অটো যাত্রী নৌরজান সরদার জানান সরবেড়িয়া দিক থেকে আসা অটোয় উঠে ক্যানিংয়ে দিকে দ্রুত গতিতে আসছিল আর বাসন্তীর শিমুল তলা দিক থেকে সরবেড়িয়ার দিকে যাচ্ছি অন্য অটো টি। তখনি এই দুরঘটনা টি ঘটে।ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। অটো আটক করলেও চালক পলাতক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top