শ্রমিক নিয়োগ কে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েনে বন্ধ হয়ে গেল চালু কারখানা

শ্রমিক নিয়োগ কে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েনে বন্ধ হয়ে গেল চালু কারখানা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আসানসোল ,২রা জুন :শ্রমিক নিয়োগ কে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েনে বন্ধ হয়ে গেল চালু কারখানা।
ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে ধসল মোরে অবস্থিত শ্রী সাই শ্রদ্ধা সিমেন্ট কারখানায়। শ্রমিকদের দাবি আজ সকালে যথারীতি তারা কাজে যোগ দিয়েছিলেন ।কিন্তু দু ঘন্টা কাজ করার পর ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে তাদেরকে জানায় স্থানীয় কোন যুবক যেন কাজ না করে ।সকলকে বাড়ি চলে যাওয়ার জন্য বলা হয় ।সেই মতো শ্রমিকরা কাজ বন্ধ করে গেটের সামনে জড় হন। তারপরই কারখানা পক্ষ থেকে কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন নোটিশ টাঙ্গানো হয়। এরপরে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিক নেতা তথা পঞ্চায়েত সদস্য সন্ন্যাসী ঘোষ জানান গতকাল তিনি ম্যানেজমেন্ট কে বলে স্থানীয় এক যুবককে কাজে যোগ দিয়েছিলেন।

কিন্তু গতকালই দুপুর নাগাদ কোন এক নেতার কথাতে ম্যানেজমেন্ট এই যুবকটিকে কাছ থেকে বের করে দেয়।আজ সকালে বহিস্কৃত স্থানীয় যুবককে নিয়ে তিনি কারখানায় জান ।মানেজমেন্ট এর সঙ্গে কথা বলেন। কিন্তু ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে বলা হয় তিনি ওই যুবককে নিতে পারবেন না ।কোন এক অঞ্চলের তৃণমূল নেতা নিতে বাধা দিয়েছে ।এরপরই তিনি ক্ষোভে ফেটে পড়েন। ইতিমধ্যেই ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য শাট ডাউন নোটিস দেওয়ায় বিপাকে 22 জন স্থানীয় শ্রমিক ।শ্রমিকরা দাবি করেন বহিরাগত শ্রমিকরা অধিকাংশই শিশু অথবা গর্ভবতী ।সেই সমস্ত শ্রমিকদের কে নিয়ে মানেজমেন্ট কাজ করছেন ।অথচ স্থানীয় যুবকরা চাইতে গেলে কোম্পানি বন্ধ করে দিচ্ছেন গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তৃপক্ষ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top