
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২রা জুন : বাসন্তীতে এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তীর নারায়ণতলার গৌরদাস পাড়ায়।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে কাউকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর,ওই এলাকার বাসিন্দা সারদা হালদার তার দুই সন্তানকে নিয়ে এদিন দুপুরে ঘরের মধ্যে শুয়েছিলেন।তার স্বামী কাজের তাগিদে বাইরে থাকেন।অভিযোগ ওই গৃহবধূকে একা পেয়ে কাকা শ্বশুরের দুই ছেলে প্রায় তাকে উত্যক্ত করে।এদিন মদ্যপ অবস্থায় তারা ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে এবং তার শ্লীলতাহানি করার চেষ্টা করে এমনকি তার তিন বছরের শিশু পুত্র কে বাশ দিয়ে পায়ে মারে।ওই গৃহবধু চিৎকার করতেই পালিয়ে যায় দুই যুবক।পরে বাসন্তী থানায় লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ।



















