
নিজস্ব সংবাদদাতা,কুলটি,২রা জুন : একদিকে তীব্র জলের কষ্ট। অন্যদিকে রাজনীতি। এই দুইয়ের যাঁতাকলে পড়ে কুলটির বড়িরা গ্রামের বাসিন্দাদের এখন শোচনীয় অবস্থা। দীর্ঘদিন ধরে এলাকায় জলের কষ্ট। তবু পরিতক্ত খনির জল দিয়ে কিছুটা হলেও অভাব মিটত। কিন্তু গত ২৩ শে মে লোকসভা ভোটের রেজাল্ট এর পর থেকে সবকিছু যেন পাল্টে গেছে। বিসিসিএলের দামাগড়িয়া প্রজেক্টেএল্রভপরিত্যক্ত খনি থেকে পাইপে করে যে জল দেওয়া হতো বড়িরা গ্রামে। সেই জল অজানা কারণে বন্ধ হয়ে গিয়েছে।

জল প্রকল্পের জন্য পাইপ পড়েছে কিন্তু কাজ যেন ঢিমে গতিতেই চলছে। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির পক্ষ থেকে এলাকায় প্রচার করা হচ্ছে যে বড়িরা অঞ্চলে বিজেপি জিতেছে। তার পরেই পানীয় জলের লাইন তৃণমূল বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে বিজেপি এই উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল নেতা সুভাশীষ মুখোপাধ্যায়। তিনি বলেন বিজেপি উস্কানি দিলে আমরাও চুড়ি পড়ে বসে নেই। যেভাবে বারাবনিতে পানীয় জলের ট্যাঙ্কার পাঠাচ্ছে বাবুল সুপ্রিয়।
সে ভাবে কুলটিতেও তাকে দায়িত্ব নিতে হবে মানুষজনের এই পানীয় জলের সমস্যা মেটানোর জন্য।



















