নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ,২রা জুন : অজ্ঞাত পরিচয় পচা গলা মৃতদেহ কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা রায়গঞ্জের শংকরপুর এলাকার গুন্ডিয়া বিলে। এলাকাবাসীর অনুমান খুন করে মৃতদেহ পুঁতে রেখে গেছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিন সকালে শংকরপুর এলাকার লোকেরা মাঠে কাজ করতে গেলে গুন্ডিয়া বিলের ধারে একটি পচা গলা মৃতদেহ দেখতে পায়। মৃতদেহ দেখার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর প্রাথমিক অনুমান কেউ বা কাহারা খুন করে মাটিতে পুঁতে দিয়ে গেছে মৃতদেহটি। গত রাত থেকে বৃষ্টি হওয়ায় বিলের ধারের মাটি কিছুটা ধুয়ে যাওয়ায় মৃতদেহর মুখ এবং হাত পা বেরিয়ে আসে। গ্রামবাসীরা বলেন এ ধরনের ঘটনা আগে কোনদিনও ঘটেনি। মৃতদেহটির কিছু অংশ মাটির ভেতরে থাকায় এবং বৃষ্টির জন্য কাদা মাটিতে বাকি অংশ ঢাকা থাকার ফলে বোঝা যাচ্ছে না পুরুষ না মহিলার মৃতদেহ। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।