নিজস্ব সংবাদদাতা,উত্তর চব্বিশ পরগনা, ৩ রা জুন :উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের কলোনীমোড় এলাকা সংলগ্ন সাউথ ভাঁটরাপল্লীতে গত কাল রবিবার গভীর রাতে সঞ্জিব দাস নামে এক চা ব্যবসায়ীর বাড়ীতে নগদ টাকা ও সোনার গহনা সহ লক্ষাধিক মূল্যের সামগ্রী চুরি হয়ে যায়। ঘটনার সময় বাড়ীর মালিক সহ পরিবারের অন্যান্য সকলে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। বারাসাত থানার পুলিশ অভিযোগ পেয়ে সকাল ৯ টা নাগাদ ঘটনাস্থলে আসে। বাড়ীর গৃহকর্ত্রী লিপি দাসের বয়ান অনুযায়ী চোরেরা ছাদ থেকে আকশি দিয়ে ঘরের চাবি নিয়ে ছাদের দরজা খুলে বাড়ীর ভেতরে প্রবেশ করে। এবং কোন ঘরের আলমারিতে কি আছে সবটাই জানা ছিল চোরদের। সেই মত চোরেরা লুঠ করে পালায়। চোরেরা যাবার সময় বাড়ীর নিচের ঘরে থাকা একটি নতুন স্কুটি গাড়ী ও নিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে কয়েক ভরি সোনার গহনা ও ব্যবসার টাকা রয়েছে। তবে দাস পরিবারের অনুমান কোন ঘনিষ্ঠ লোক এর পেছনে আছে। ঘুমে আচ্ছন্ন করার জন্য কিছু রাসায়নিক ছিটিয়ে চোরেরা বাড়ীতে প্রবেশ করে। বারাসাতের কলোনীমোড়ে বাড়ীর মালিক সঞ্জীব দাসের একটি চায়ের দোকান রয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ।
রবিবার গভীর রাতে এক চা ব্যবসায়ীর বাড়ীতে নগদ টাকা ও সোনার গহনা সহ লক্ষাধিক মূল্যের সামগ্রী চুরি
রবিবার গভীর রাতে এক চা ব্যবসায়ীর বাড়ীতে নগদ টাকা ও সোনার গহনা সহ লক্ষাধিক মূল্যের সামগ্রী চুরি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram