নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি, ৩ রা জুন : অবৈধভাবে পাচারের পথে উদ্ধার হল মহামূল্যবান চোরাই কাঠ।যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে ট্রাকভর্তি কাঠগুলি আটক করে স্পেশাল ফরেস্ট টাস্কফোর্স।
বেশ কিছুদিন ধরে বনবিভাগের কাছে খবর আসছিল, নাগাল্যান্ড-ডিমাপুর থেকে প্রচুর মূল্যবান কাঠ অবৈধপথে ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে। সূত্র মারফত পাওয়া সেই খবরের ভিত্তিতে অভিযান চালায় বনদপ্তর এর স্পেশাল টাস্কফোর্স।সোমবার সকালে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ির ফুলবাড়ীতে ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে অন্ধপ্রদেশের নাম্বার প্লেট লাগানো ট্রাকটিকে আটক করা হয়। তাতেই তল্লাশি চালিয়ে মেলে প্রচুর পরিমাণে সেগুন কাঠ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছেন টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। ওই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৫০ লক্ষ টাকা মূল্যের ওই ট্রাকটি।শ্রীভল্যু রাজু এবং কে রঘুনন্দার নামে ধৃত দুজন বেঙ্গালুরুর বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করে বন আধিকারিকরা জানতে পেরেছেন কাঠগুলি বেঙ্গালুরুতে পাচার ব্যাঙ্গালোর পাচার হচ্ছিল। জেরায় পাওয়া তথ্যের থেকে বন আধিকারিকরা জানতে পেরেছেন এর আগেও একাধিকবার এইভাবে কাঠ পাচার হয়েছে। এই পাচারের সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িত বলে জানিয়েছেন সঞ্জয় দত্ত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই ছক কষতে শুরু করেছেন বনদপ্তর।ধৃত দুজনকে এদিনই জলপাইগুড়ি আদালতে তোলা হয়