ইংল্যান্ড : যাঁরা ক্যামেরার পিছনে থেকে এক একটা মূহুর্তকে চিরস্মরণীয় করে রাখেন, সেই রকম এক ক্যামেরাম্যান নিজেই ক্যামেরা বন্দি হয়ে এখন রীতিমতো সেলিব্রিটি। দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের ম্যাচে রবিবার ডু প্লেসির মারা একটি ছয়, মাঠের বাইরে এক হাতে লুফে নেন এক ক্যামেরাম্যান।
https://twitter.com/ICC/status/1135214429640036356