নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,৭ ই জুন: নিউটাউনে এক তরুণী ডাক্তারের আত্মহত্যার চেষ্টা ।দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ।উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ।মদের বোতল ভেঙে হাত কেটে বাথরুমের দেওয়ালে রক্ত দিয়ে লেখে দীপ মিত্র ইজ রেস্পন্সবেল ফর মাই ডেথ।মদ্যপ অবস্থায় ছিল তরুণী এমনটাই পুলিশ সূত্রে খবর।ঘটনা নিউটাউন এর সিই ব্লকের ঘটনা।
পুলিশ সূত্রে খবর আজ বিকেলে তার বাবা প্রাক্তন আই এ এস অফিসার তার কাছে মেয়ে এসএমএস করে যে সে আত্মহত্যা করেছে।সেই খবর পেয়ে তরুণীর বাবা প্রতিবেশী কে জানায়।প্রতিবেশী বারবার দরজায় ধাক্কা দিলেও দরজা খুলছিলো না।এর পর নিউটাউন থানায় খবর দেওয়া হয়।পুলিশ এসে দরজা ভেঙে হাত কাটা রক্তাক্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে।ঘরের ভিতরে আধ খাওয়া মদের বোতল উদ্ধার হয়।এছাড়া বাথরুমের দেওয়ালে রক্তমাখা ।রক্ত দিয়ে লেখা “””দীপ মিত্র ইজ রেস্পন্সবেল ফর মাই ডেথ””””।তরুণীর বার বার বলছিল মদ্যপ অবস্থায় এই দীপ মিত্র তাকে ব্ল্যাক মেল করছে।বার বার টাকা দাবি করতো এমনটাই পুলিশ সূত্রে খবর।যদিও কে এই দিলীপ মিত্র কি পরিচয় তার, কি সম্পর্ক এই তরুণী ডাক্তার এর সাথে সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।বাড়ির লোক এসে তরুণীকে বাড়ি নিয়ে যায়।পুলিশ সূত্রে খবর নিউটাউন এর সিই ১৩৬ নাম্বার বাড়ির চার তলার ফ্ল্যাটে একাই থাকতো।মাঝে মধ্যে আসতো এখানে।