অতএব সলমন খান প্রমাণ করলেন তিনি এখনও বলিউডের বক্স অফিসের ডন। কোনও গল্প কথা নয়। তথ্যে এই কথাই প্রতিফলিত হচ্ছে। এককথায় বক্স অফিসে ঝড় তুলেছে ‘ভারত’। অন্যান্য ছবির তুলনায় শুরুর দিনের ব্যবসায় অনেকটাই এগিয়ে আছে আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি। প্রথম দিনেই ব্যবসার অঙ্ক ৪২.৩ কোটি। অন্যদিকে ‘বাহুবলী ২- দ্য কনক্লুশন’ ছবির ফার্স্ট ডে কালেকশন ছিল ৪১ কোটি টাকা। বাহুবলীকে হারিয়ে ‘ভারত’ এখন তৃতীয় স্থানে উঠে এল। প্রথম স্থানে রয়েছে অমিতাভ বচ্চন-আমির খান অভিনীত ‘ঠগস অব হিন্দোস্তান’ (৫২.২৫ কোটি)। দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ (৪৪.৯৭ কোটি)। যদিও পরবর্তীকালে শাহরুখ আর আমিরের ছবিটি তেমন কিছু করতে পারেনি। ‘বাহুবলী ২’ সেই অর্থে একের পর এক রেকর্ড করেছে। ঈদে মুক্তির প্রথম দিনের ব্যবসার নিরিখে ‘ভারত’ সলমনের অন্য বেশ কিছু ছবির মধ্যে এগিয়ে রয়েছে। ‘টিউবলাইট’, ‘সুলতান’, ‘এক থা টাইগার’ প্রভৃতি ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘ভারত’। এই প্রসঙ্গে আলি বলেছেন, ‘আমরা এমন একটা ছবি তৈরি করতে চেয়েছিলাম যার জন্য সারা দেশ একসঙ্গে ঈদের আনন্দ করবে। দর্শকদের কাছ থেকে আমরা যে ভালোবাসা পেয়েছি তা এককথায় অকল্পনীয়। আমি সলমনকে সম্পূর্ণ নতুন ভাবে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি।’
বক্স অফিসে ভারত ঝড়
বক্স অফিসে ভারত ঝড়
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram