” মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন কবে বিজেপির বিজয় মিছিল হবে? বিজয় মিছিল হবেই, যদি পুলিশের ইচ্ছে হয় তাঁকে গ্রেপ্তার করুক “। কার্যত এভাবেই প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপির জয়ী সাংসদ দেবশ্রী চৌধুরীর সমর্থনে বিজয় মিছিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এও বলেন, এবারের লোকসভা ভোটে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন বাংলায় পরিবর্তন হচ্ছেই। রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিনত করতে চাইছেন, তাই তাঁর স্লোগান জয় হিন্দ জয় বাংলা। জয় শ্রীরামে তাঁর আপত্তি।
প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে কালিয়াগঞ্জে বিজয় মিছিল করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সদস্য দিলীপ ঘোষ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বিজয় মিছিলে উপস্থিত না থাকলেও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কালিয়াগঞ্জ শহরে বিজেপির বিজয় মিছিলকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিজয় মিছিল শুরুর আগেই এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, বিজয় মিছিল করার জন্য, প্রশাসনের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া হয়েছে। আচমকা রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বন্ধ করে দেবেন তা তাঁরা মানবেন না। মিছিল তাঁরা করবেনই, যদি ক্ষমতা থাকে তাঁকে গ্রেপ্তার করে দেখাক বলে হুমকি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
” মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন কবে বিজেপির বিজয় মিছিল হবে? বিজয় মিছিল হবেই, যদি পুলিশের ইচ্ছে হয় তাঁকে গ্রেপ্তার করুক “
” মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন কবে বিজেপির বিজয় মিছিল হবে? বিজয় মিছিল হবেই, যদি পুলিশের ইচ্ছে হয় তাঁকে গ্রেপ্তার করুক “
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram