
নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান,১১ ই জুন :তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে*।
তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি ২ নম্বর ব্লকের সাটিনন্দী গ্রামে। মৃতের নাম জয়দেব রায়। তার স্বামী এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। জয়দেব রায়ের স্ত্রী চম্পা রায় অভিযোগ করেন, তার স্বামীকে বিজেপির লোকরা তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে। গতকাল সন্ধ্যেবেলায় কলমিস্ত্রির কাজে খানা জংসনে যায় তার স্বামী। কাজ শেষে সাতটার সময় বাড়ি আসে। তার তারপরে মুড়ি খেয়ে গ্রামের মোড়ে পুকুর পাড়ের নিকট জনা কয়েক তৃণমূল কর্মীদের সাথে নিয়ে । রাত্রি আনুমানিক সাড়ে নয়টায় সময় বিজেপি সমর্থক শিবশঙ্কর রায়, গনেশ মালিক এর নেতৃত্বে তাদের উপর বাশ লাঠি রড়ও টাঙি দিয়ে হামলা চালানো হয়। জয়দেব রায়কে সুনিল মালিকের বাড়ির পশে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই টাঙি দিয়ে কোপানো হয় জয়দেবকে। ঘটনার পর গলসি থানায় পুলিশ এসে আহতদের তুলে নিয়ে হাসপাতালে পাঠায়। এদিন বর্ধমান হাসপাতালে ভোর তিনটের সময় মৃত্যু হয় জয়দেবের। ঘটনায় আহত হয় তৃণমূল সমর্থক অনিল মালিক, বামাপদ মালিক, মোহন পুইলে। তারা হাসপাতালে চিকিৎসাধীন



















