২০১৯ সালে লোকসভা নির্বাচনে ১৮টি আসন পাওয়ার পর থেকেই রাজ্যে বিজেপির দাপট আরও বেড়েছে। এমনকী রাজ্যের বিধানসভা উপনির্বাচনেও ফলের নিরিখে এগিয়ে বিজেপি। তৃণমূল সরকার বিরোধী স্লোগান তুলে বাংলাকে ‘গুজরাট’ বানানোর কথা নির্বাচনের আগে থেকেই বলে আসছেন বঙ্গ বিজেপির নেতা–নেত্রীরা। বাংলায় বিজেপির ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়েও বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছে। সেই বিতর্ককে আরও উস্কে দিলেন মহারাষ্ট্রে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শিবসেনা মহারাষ্ট্রে বিজেপির শরিক দল। উদ্ধব ঠাকরে বলেন, ‘যদি ভগবান রাম রেগে যান, তবে বাংলা শুধু গুজরাটই হবে না, অযোধ্যা কিংবা বারাণসীও হয়ে যেতে পারে। রাজ্যে তৃণমূল দলটার বিপর্যয়ের জন্য মমতা ব্যানার্জি নিজে দায়ী। তাঁর কার্যকলাপেই ঘুমন্ত হিন্দুরা জেগে গেছে।’
বুধবারও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমরা বাংলাকে গুজরাট বানাতে চাই। সরকারে এলে গুজরাটের মতো একটা উন্নত রাজ্য বানিয়ে দেখাব আমরা। বাংলা এখন জেহাদি এবং বাংলাদেশিদের আঁতুরঘর। এই বাংলাকে আমরা গুজরাট করবই।’ বহুদিন ধরেই বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, তাঁরা বাংলাকে গুজরাট বানাতে চাইছে। মুসলিম পিটিয়ে দাঙ্গা লাগাতে চাইছে।