বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা সহ ২ জনের।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা সহ ২ জনের।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কাকদ্বীপ ,১৪ ই জুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা সহ ২ জনের। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার বৈকন্ঠপুর এলাকায়। মৃতরা হলেন, তপন কাজলী (৪০) শেখ সিরাজুল (৪০) ও সন্তোষী রঞ্জিত (২৮)। সন্তোষীর বাড়ি কাকদ্বীপের বৈকন্ঠপুর। তপন ও সিরাজুলের বাড়ি ১১ নম্বর আমড়াতলা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পানের বরজে জল দিতে গিয়েছিলেন সন্তোষী রঞ্জিত। সেই সময় তাঁদের পানের বরজে পাশেই, অন্য আরেকটি পানের বরজে কাজ করছিলেন তপন ও সিরাজুল। যখন সন্তোষী ইলেকট্রিকের মোটর চালাতে যান, সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সন্তোষীর চিৎকার শুনে পাশের পানের বরজ থেকে প্রতিবেশী তপন ও সিরাজুল ছুটে আসেন। তাঁরা দুজনে মিলে সন্তোষীকে বাঁচাতে গেলে, তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরই স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ৩ জনকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top