নিজস্ব সংবাদদাতা,বাসন্তী,১৬ ই জুন : লরির ধাক্কায় বিদ্যুতের খুটি ভেঙে বিপত্তি ঘটলো বাসন্তীতে। রবিবার ভোরে মালবোঝাই একটি লরি বাসন্তী গদখালী রোডের চাঁদখালী তে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে সেটি গিয়ে রাস্তার উপর পরে। আর সেই কারণেই বন্ধ হয়ে যায় রাস্তা। ঘটনার জেরে বাসন্তী গদখালী রোড অবরুদ্ধ হয়ে পড়ে। বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকার মানুষজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। প্রায় প্রায় দু’মাস ধরে এলাকায় বিদ্যুৎ নেই বারে বারে বিদ্যুৎ দপ্তর কে বলা সত্ত্বেও বিদ্যুৎ ছাড়াই এর ব্যবস্থা করা হয়নি। সে কারণে তাদের বিদ্যুতের ব্যবস্থা না করলে এই খুটি মেরামতির করতে দেবেন না বলে দাবি করেন গ্রামবাসীরা। আর এলাকায় বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা পরে দ্রুত এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হবে বলে পুলিশ আশ্বাস দিলে অবরোধ ওঠে। এই ঘটনার জেরে সকাল থেকে প্রায় তিন ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে বাসন্তি গদখালীর রোড।
বিদ্যুতের খুটি ভেঙে বিপত্তি বাসন্তিতে
বিদ্যুতের খুটি ভেঙে বিপত্তি বাসন্তিতে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram