ফেসবুক লাইভে ‘ক্যাট ফিল্টার’, সোশ্যাল মিডিয়ায় পাক মন্ত্রীকে ঘিরে তামাশা

ফেসবুক লাইভে ‘ক্যাট ফিল্টার’, সোশ্যাল মিডিয়ায় পাক মন্ত্রীকে ঘিরে তামাশা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাকিস্তান : প্রযুক্তির দৌলতে ফেসবুক লাইভ বা ভিডিও চ্যাটে ফিল্টারের ব্যবহার খুবই স্বাভাবিক বিষয়৷
জানা গিয়েছে, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠক ডেকেছিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার৷ যে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল৷ এবং সেই সিদ্ধান্তগুলি জন সাধারণের সামনে তুলে ধরার জন্য সাংবাদিক সম্মেলন করেছিলেন পাকিস্তানের রাজনীতিক শওকত ইউসুফজাই৷ ফেসবুকে লাইভেও সেই সাংবাদিক সম্মেলন সম্প্রচার করা হয়৷ আর এখানেই মারাত্মক ভুল করে বসেন ক্যামেরা চালক৷ সম্ভবত ভুলবশতই ফেসবুক লাইভে ‘ক্যাট বা বিড়াল’ ফিল্টারের অপশনটি অন করে দেন তিনি৷ ফলে সাংবাদিক সম্মেলনে শওকত ইউসুফজাই-সহ অন্যান্য সরকারি কর্মীদের মুখটি বিড়ালের মতোই দেখতে লাগল৷ আর পাক সরকারের এই কীর্তি’ই এখন হাসির খোরাক হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ঘটনাকে নিয়ে মশকরায় মেতেছেন নেটিজেনরা৷ অনেকে বলছেন, ‘দেশটা যখন পাকিস্তান, তখন কোনও কিছুই অসম্ভব নয়৷’

https://twitter.com/nailainayat/status/1139583166115540992

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top