লখনউ: গণধর্ষণের ঘটনায় ফের শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশ। তবে কোনও মেয়ের উপরে যৌন নিগ্রহের ঘটনা নয়। নির্যাতনের শিকার হয়েছে এক কিশোর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতের দিকে ১৩ বছর বয়সি একটি ছেলের উপরে যৌন নির্যাতন চালিয়েছে চার জন। অভিযুক্ত সকলেই স্থানীয় বাসিন্দা। যদিও রবিবার সকাল পর্যন্ত ওই ঘটনায় জড়িত কোনও ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।