নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরের ,১৮ ই জুন: দুর্গাপুরের পলাশডিহার একটি বেসরকারি আইন কলেজের বিসিআই অনুমোদন নেই , এই নিয়ে গত ১১ই মার্চ বিক্ষোভে উত্তাল হয় কলেজ চত্বর । বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন ছাড়া কোনও পাশ করা ছাত্র বৈধ আইনজীবী নয় । ওই কলেজটি আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল । ২০১৫ সালে জেলা ভাগ হওয়ার পর এটি পশ্চিম বর্ধমান জেলার কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়ে যায় । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিসিআই অনুমোদন থাকলেও কাজী নজরুলের তা না থাকায় সমস্যায় পড়েন ছাত্রছাত্রীরা । গত মার্চ মাস থেকেই আন্দোলন চলছিল ছাত্রছাত্রীদের । তারই মধ্যে আগুনে ঘৃতাহুতি দিল কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত । রোহন শর্মা নামে এক ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ ও ২৩ জন ছাত্রকে সাসপেনশনের নোটিশ দিয়েছে । আগামী শনিবার তাদের কলেজের ডিসিপ্লিনারি কমিটির সামনে আসতে বলা হয়েছে । এর জেরেই আজ সকাল থেকে কলেজের গেটে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ।
যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি বিসিআইয়ের একটি ভুয়ো চিঠি নিয়ে তারা আন্দোলন করছে । তবে এখনও পর্যন্ত কাজী নজরুল বিশ্ববিদ্যালয় যে অনুমোদন পায়নি তা পারতপক্ষে মেনে নিয়েছে কলেজের ডিরেক্টর সুব্রত মিত্র । তবে তিনি আশাবাদী খুব শীঘ্রই এই অনুমোদন চলে আসবে । রোহন শর্মাকে বহিষ্কারের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সাফ জবাব , সে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠানের বদনাম করেছে , সেই কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে ।