নিজস্ব সংবাদদাতা,ভাটপাড়া, ১৯ শে জুন :ভাটপাড়া ফাঁড়ির নাকের ডগায় গুলি বিদ্ধ যুবক।নাম সুরাজ মন্ডল (22)। ভাটপাড়া পৌরসভার বিপরিতে ভাটপাড়া ফাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলো সুরজ।তখন দুস্কৃতিরা বাইকে চেপে এসে খুব কাছের থেকে তাকে গুলি করে। গুলি লাগে তার পীঠে।তাকে আশংকাজনক জনক অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তারপর সেখান থেকে আশংকাজনক অবস্থায় পাঠানো হয় কল্যানি জহরলাল নেহেরু হাস্পাতালে।সেখানে তার চিকিৎসা চলছে।তবে এই ঘটনায় আবার উত্তেজনা ছড়ালো ভাটপাড়ায়।
ভাটপাড়া ফাঁড়ির নাকের ডগায় গুলি বিদ্ধ যুবক
ভাটপাড়া ফাঁড়ির নাকের ডগায় গুলি বিদ্ধ যুবক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram