নিজস্ব সংবাদদাতা,জীবনতলা, ১৯ শে জুন :কাঁকড়া ধরা নিয়ে বচসার জেরে এক ব্যক্তি কে মেরে কাঁদায় পুঁতে দিয়ে খুনের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার উত্তর মৌখালী নোয়া খালি পাড়ায়।মৃত ব্যক্তির নাম রতন দাস ৪৫।অভিযোগ গতকাল রতন দাস পাশের গ্রামে একজনের কাছ থেকে টাকা নিয়ে যখন ফিরছিল তখন দেখে তাঁর ফিসারি তে সূরজিৎ দাস কাঁকড়া ধরছে।তখন রতন প্রতিবাদ করলে বচসা বাঁধে।বচসা চলাকালীন সুরজিৎ টর্চ দিয়ে তাঁর মাথায় মেরে কাদার মধ্যে পুঁতে দেয়।ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এলে দেখে রতনের মাথা কাদার মধ্যে পুঁতে দেওয়া আছে।রতন কে উদ্ধার করে মঠের দীঘি ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।জীবন তলা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।অভিযুক্ত যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।
কাঁকড়া ধরা নিয়ে বচসার জেরে এক ব্যক্তি কে মেরে কাঁদায় পুঁতে দিলো এক যুবক
কাঁকড়া ধরা নিয়ে বচসার জেরে এক ব্যক্তি কে মেরে কাঁদায় পুঁতে দিলো এক যুবক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram