নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১৯ শে জুন :মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় ট্রল, থানায় অভিযোগ জানালো পৌরপিতা। নির্বাচন পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সম্পর্কিত বেশকিছু ঘটনাকে কেন্দ্র করে ‘মিম’ প্রস্তুতকারীদের বাজার আকাশচুম্বী। এবার সেই সোশ্যাল মিডিয়ার ট্রল নিয়ে সরব বিধাননগর এর পৌরপিতা। কিছুদিন ধরেই ফোনে সোস্যাল মাধ্যমে তার কাছে এবং তার অনুগামীদের কাছে এসে পৌঁছাচ্ছে মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের নেতা নেত্রীদের নিয়ে তৈরি বেশকিছু মিম বলে জানান বিধাননগর পৌরণীগমের ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বানিব্রত বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে আজ বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ জানান তিনি। সোশ্যাল মিডিয়াতে মজা হলেও সেই মজা অস্বস্তিতে এবার ফেলতে চলেছে ‘মিম’ প্রস্তুতকারীদের উপর এমনটাই মনে করছেন পৌরপিতা বানিব্রত বাবু। তার অবশ্য দাবি এই ধরণের ছবি তাকে বা তার অনুগামীদের পাঠানোর পিছনে হাত রয়েছে বিজেপি সমর্থকদের। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ
মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় ট্রল, থানায় অভিযোগ বিধাননগর-এর পৌরপিতার
মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় ট্রল, থানায় অভিযোগ বিধাননগর-এর পৌরপিতার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram