পিঁড়িতে বসছেন নুসরত জাহান। তবে হ্যাঁ, কলকাতায় নয়, বিয়ে হচ্ছে তুরষ্কে। সমুদ্রের কোলে এক অসাধারণ রিসর্টে চলছে ডেস্টিনেশন ওয়েডিং। আর সেখান থেকেই ছবি পোস্ট করছেন নায়িকা নিজে।
বন্ধু ও পরিবার নিয়ে তুরষ্কের বোদরুমে উড়ে গিয়েছেন নুসরত। সঙ্গে রয়েছেন মিমিও। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে সেই সব ছবি পোস্ট হতে শুরু করেছে। ছবি পোস্ট করেছেন মিমিও। ইনস্টাগ্রামের স্টোরিতে রয়েছে নুসরতের বিয়ের অনুষ্ঠানের ভিডিও।