সিউড়ি বিদ্যাসাগর ও দুবরাজপুর কলেজে এবিভিপির অবস্থান বিক্ষোভ

সিউড়ি বিদ্যাসাগর ও দুবরাজপুর কলেজে এবিভিপির অবস্থান বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২ রা জুলাই : এবিভিপি তরফ থেকে আজ সারা রাজ্যের সাথে সাথে সিউড়ি বিদ্যাসাগর ও দুবরাজপুর কলেজে অবস্থান বিক্ষোভ করা হয়। অবস্থান-বিক্ষোভ মঞ্চ থেকে এবিভিপি সদস্যরা বেশ কতগুলি দাবি-দাওয়া তুলে ধরে।

এবিভিপি’র বীরভূম জেলার সহ-সভাপতি সমরেশ ঘোষ জানান, রাজ্য জুড়ে আজ তাদের এই অবস্থান বিক্ষোভ এর পিছনে রয়েছে বেশ কতকগুলি দাবি দাওয়া। সেই দাবি দাওয়া গুলিকে ছিনিয়ে নিতে এই অবস্থান বিক্ষোভ।

দাবি দেওয়া প্রসঙ্গে তারা জানান, “কলেজে বহিরাগতদের আগমন বন্ধ করতে হবে, যাতে করে কলেজের ছাত্রীরা নিজেদের আরো সুরক্ষিত বোধ করে। দ্বিতীয়ত, রাজ্যের বিভিন্ন কলেজে বিষয়ভিত্তিক অধ্যাপক অধ্যাপিকা নেয়। আমাদের অবস্থান বিক্ষোভে রয়েছে সেই সমস্ত শূন্যস্থান পূরণেরও দাবি। কলেজের অনার্সের আসন বেচাকেনা বন্ধ করে যোগ্য পড়ুয়াদের জন্য সেই আসনের ব্যবস্থা করা হোক। এছাড়াও কলেজে পরিশোধিত পানীয় জল, কলেজকে নেশা মুক্ত করা, কলেজকে ধূমপানমুক্ত এলাকায় পরিণত করা ইত্যাদি।”

এবিভিপির তরফ থেকে আরও জানানো হয়, “এই সকল দাবি ছাড়াও আমাদের অবস্থান বিক্ষোভের আরো মূল দাবি হলো কলেজে নির্বাচন ফিরিয়ে নিয়ে আসা।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top