অস্ত্রোপচার করে বার হলো দশ কেজির একটি টিউমার

অস্ত্রোপচার করে বার হলো দশ কেজির একটি টিউমার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩ রা জুলাই :বেলিয়াঘাটা কাঁচকলের একটি নার্সিংহোমে এক মহিলা বছর বিয়াল্লিশের মাফুরা বিবির পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে ডাক্তারের কাছে আসে বিভিন্ন পরীক্ষা করে দেখা যাই পেটের মধ্যে মাংস পিণ্ডর মত কিছু আছে । ডাক্তার অস্ত্রোপচার করে বার হলো দশ কেজির একটি টিউমার। যা দেখে রুগীর পরিবারের সদস্য থেকে নার্সিং হোমের সকলে তাজ্জব।অস্ত্রপ্রচারটি আর জি কর হাসপাতালের ডাঃ অশোক কুমার দাসের তত্ত্বাবধানে সমপ্ন হয়। মাফুরা বিবির পরিবারের সদস্যদের কথায় বেশ কয়েকদিন যাবৎ মাফুরার পেটের একদিকে ফুলে শক্ত হয়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। ডাক্তার দেখিয়ে সিটি স্ক্যান করে ধরা পড়ে পেটে টিউমার হয়েছে। কয়েকদিন মাফুরাকে পর্যবেক্ষণে রেখে আজ সকালে তার অস্ত্রোপচার করা হয় বেলিয়াঘাটার এই নার্সিং হোমে। অস্ত্রোপচারের পরে তিনি এখন সুস্থ এবং বিপদমুক্ত। মাফুরার বাড়ি দত্তপুকুর থানার গোপালপুরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top