‘বাহুবলী’র পর আসছে প্রভাসের ছবি ‘সাহো’। শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন প্রভাস। বিশেষ করে টিজারে প্রভাসের স্টান্ট এবং তাঁর আর শ্রদ্ধার রসায়ন বেশ পছন্দ হয়েছে সকলের।
খুব শীঘ্রই সামনে আসতে চলেছে ‘সাহো’ ছবি থেকে প্রভাস-শ্রদ্ধা সাইকো সাঁইয়া গানটি। মুক্তি পেলো সাইকো সাঁইয়া গানের টিজার।