প্রকাশিত হলো 83 The Film এর ফাস্ট লুক। নিচে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে ফিল্ম এর ফার্স্ট লুক প্রকাশ করলেন অভিনেতা রণবীর সিং। ছবি দেখে বোঝার উপায় নেই এই ছবি ঠিক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের নাকি অভিনেতা রণবীর সিং এর। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
এই ছবির অনেক অংশের শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। ছবির অধিকাংশ শুটিং হয়েছে ইংল্যান্ডে। যেহেতু ১৯৮৩ বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে হয়েছিল সে কারণে ইংল্যান্ডের মাটিতেই এই ফিল্মের শুটিং করেছেন পরিচালক।
২০২০তে মুক্তি পাবে এই ছবি। ১৯৮৩ বিশ্বকাপের অনেক ক্রিকেটারকে দেখা যাবে এই ছবির চরিত্রে। এই ছবিতে অভিনয় করছেন দীপিকা পাডুকন। কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে। রণবীর সিং এর সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার পর এটাই প্রথমবার একসঙ্গে কোন ফিল্মে অভিনয় করলেন তারা।